রেকর্ড ডাকছে কোহলিকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। ব্যাটসম্যান হিসেবে রেকর্ডে ভর্তি তাঁর ঝুলি। এবার অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্বসেরা এই ক্রিকেটার।
রেকর্ডবুকে নাম লেখাতে শুক্রবার (৩০ আগস্ট) শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জিততে হবে ভারতকে। কিংস্টনে জিতলেই ভারতের টেস্ট ইতিহাসের সফল অধিনায়ক হবেন কোহলি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জিতবেন তিনি।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২৭ টেস্ট জয়ের রেকর্ডে নাম বসিয়েছেন কোহলি। ৬০ টেস্টে অধিনায়কত্ব করে ২৭টিতে জয় এনে দিয়েছেন ধোনি। ৪৭ টেস্টেই ধোনির পাশে নাম বসিয়েছেন কোহলি।
এদিকে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম টেস্টে স্বাগতিকদের ৩১৮ রানে হারিয়ে আরেকটি রেকর্ড নিজের করে নেন কোহলি। দেশের বাইরে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জেতা অধিনায়ক এখন তিনি।
সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১১টি টেস্ট বিদেশে জিতেছেন। কোহলি সেই রেকর্ড ভেঙে জিতেছেন ১২টি টেস্ট।