ফিরেছেন সাকিব-তাসকিন, নেই মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সফরে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন সাকিব। এছাড়া দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং তাসকিন আহমেদ।

আসন্ন টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে মোসাদ্দেককে দলে ডাকা হয়েছে।
পেসার মুস্তাফিজুর রহমানের বদলে ডাক পেয়েছেন তাসকিন। নিউজিল্যান্ড সিরিজে প্রথমে ডাক পেলেও ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন তিনি। এই টেস্ট থেকে বাদ পড়েছেন তরুণ পেসার খালেদ আহমেদ।
বাংলাদেশ স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী।