রোডসে সমস্যা ছিল নাঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসে কোনো সমস্যা দেখেননি টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর চোখে রোডস খারাপ কোচ ছিলেন না। তবে বাংলাদেশের জন্য যে রোডসই উপযুক্ত ছিলেন সেটাও বলেননি সাকিব।
বিশ্বকাপের পরপরই রোডসের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর অধীনে বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্স মনে ধরেনি বিসিবি কর্তাদের। যে কারণে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বাদ দিয়েছে বিসিবি।

সাকিব মনে করছেন, দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাঁর ভাষায়, 'রোডসের মধ্যে আমি কোনো সমস্যা দেখিনি। তবে হ্যাঁ, আমি যেমন বলবো না ওনার মধ্যে সমস্যা ছিল, আবার এটাও বলব না যে উনিই আমাদের জন্য ঠিক ছিলেন। বিশ্বকাপের পর বিসিবি মনে করতেই পারে যে রোডস আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে যান না। বোর্ডও চায় আমরা ভালো করি।'
বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফদের মধ্যে চারজনই দক্ষিণ আফ্রিকান। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ফিল্ডিং কোচ রায়ান কুক। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা কোচিং স্টাফ এবারই তৈরি করেছে বিসিবি, মনে করছেন সাকিব।
নবনিযুক্ত প্রধান কোচ ডমিঙ্গোকে ভালো লেগেছে সাকিবের। বাংলাদেশের সাবেক অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোরের পর এই প্রথম অভিজ্ঞ কোনো কোচ এনেছে বিসিবি। প্রোটিয়া এই কোচের সঙ্গে স্বল্প দিন কাজ করেছেন সাকিব। এতেই তাঁকে মনে ধরেছে বিশ্বসেরা এই ক্রিকেটারের।
'এখন আমাদের যে কোচিং স্টাফ, তারা খুবই ভালো। অভিজ্ঞ, রেকর্ড ভালো এ রকম সব কোচ এনেছে ক্রিকেট বোর্ড। এ রকম আমরা আগে পাইনি। ডেভ হোয়াটমোর বিশ্বকাপ জেতা কোচ ছিলেন। এরপর এই প্রথম এত ভালো কোচ এল।' বলেছেন সাকিব।