promotional_ad

পেছন নয়, সামনের নামের জন্য খেলিঃ সাকিব

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্বকাপে একটি ধারণাই বদলে দিয়েছে তাঁর পারফর্মেন্স। আইপিএলের গত আসরের সময় কেউ একজন বলেছিলেন, পেছনের নামের জন্য নয়, সামনের নামের জন্য খেলো।


জার্সিতে পেছনের দিকে নাম নাম থাকে খেলোয়াড়দের। আর সামনের দিকে থাকে দেশের নাম। মূলত দেশের জন্যই খেলার পরামর্শ পেয়েছিলেন সাকিব। বিশ্বকাপে এই ধারণাটাই মাথায় ঢুকে গিয়েছিল তাঁর। কঠিন পরিস্থিতিতেও এই ধারণায় অটুট ছিলেন তিনি। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।



promotional_ad

'বিশ্বকাপের আগে আইপিএলের সময় কার মুখে যেন একটা কথা শুনেছি। ওই কথাটা আমাকে দলের জন্য খেলতে আরও বেশি সাহায্য করেছে। আমাদের জার্সিতে পেছনে নিজেদের নাম থাকে, সামনে থাকে দেশের নাম। কথাটা ছিল, কখনো পেছনের নামের জন্য খেলো না। স???মনের নামের জন্য খেলো। প্রতিটি ম্যাচে যখন ব্যাটিং বা বোলিংয়ে গেছি, চিন্তা করেছি, আমি সামনের নামের জন্য খেলব। কঠিন পরিস্থিতিতেও এটা মাথা থেকে সরাইনি।'


বিশ্বকাপে গতির ঝড় তুলে সবাইকে অবাক করে দিয়েছিলেন, ইংলিশ পেসার জফরা আর্চার। তাঁর বিপক্ষে খেলার সময়ও সাকিবের মাথায় ছিল দেশের জন্য খেলতে হবে। বিশ্বকাপে এবারই মন থেকে গভীর ভাবে জাতীয় সংগীত গেয়েছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক। বিশ্বকাপে যাওয়ার আগেই এসব নিয়ে পরিকল্পনা করে মাঠে গিয়েছিলেন তিনি।


'জফরা আর্চারকে খেলেছি। তখনো চিন্তা করেছি, দেশের জন্য কিছু করতে হলে তো ওর মুখোমুখি হতেই হবে। এই চিন্তাটা আমার কাজগুলো অনেক সহজ করে দেয়। আর আমি আমার জীবনে এত জোরে, এত মন থেকে কখনো জাতীয় সংগীত গাইনি। এগুলো আগে থেকেই আমার পরিকল্পায় ছিল। ঠিক করাই ছিল, এবার আমি এভাবে করব।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball