এক মাসের সফরে বাংলাদেশে রশিদরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একটি টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঢাকায় পা রেখেছে আফগানিস্তান দল। তিন ঘন্টার বিরতি শেষে দুপুর সোয়া ১২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।
হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই চট্টগ্রামের বিমান ধরেছেন রশিদ খানরা। চট্টগ্রাম পৌঁছে পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে ওঠার কথা রয়েছে আফগানদের।

প্রায় এক মাসের সফরে এবার বাংলাদেশে পা রেখে টেস্ট ক্রিকেটে নবাগত এই দলটি। অবশ্য মাঠে নামতে দুইদিন অপেক্ষা করতে হচ্ছে তাদের। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান দল।
আগামী ১ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান। এরপর ৫ আগস্ট সফরের একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানরা।
টেস্ট সিরিজ শেষে আগামী ১৪ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে রশিদ খানের দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।