promotional_ad

দলের কেউই খবর ফাঁস করেছেঃ সাকিব

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে বেধড়ক মার খাওয়ার ‘ভয়ে’ খেলতে চান না বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, বিশ্বকাপের মাঝ পথে এমন সংবাদ বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকেই নাড়িয়ে দিয়েছিল। বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দিতে বলেছিলেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান, এমন সংবাদ বিশ্বকাপের পরও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে।


দলের ভেতরের এমন খবর ফাঁস হওয়ায় বিব্রত বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। সম্প্রতি দৈনিক 'প্রথম আলোর' সঙ্গে আলাপকালে বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, তিনি মনে করেন এই খবর ফাঁস করেছেন বাংলাদেশ দলের কেউই।



promotional_ad

'আমাদের ভেতর আলাপ আলোচনা হতেই পারে। যেখানে বিদেশি কোচদের বাইরে এক-দুইজনই থাকে যারা দলের নীতিনির্ধারণী বিষয়ে সম্পৃক্ত। নিশ্চয়ই এটা তাদের থেকেই বের হয়েছে। সেটা কে? বিষয়টি খুবই খারাপ। তারা হয় দলের ভালো চায় না, অথবা ওই খেলোয়াড়ের ভালো চায় না।'


এমন খবর ফাঁস হওয়া দলের জন্য ভালো মনে করেন না সাকিব। বিশ্বকাপের মাঝ পথে বাংলাদেশ দলকে মানসিক ভাবে গুড়িয়ে দিতে এই একটি সংবাদই যথেষ্ঠ ছিল বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের মতে, এই বিষয়টি যিনি ফাঁস করেছেন বা সংবাদ করেছে্ন সেটা তিনি ঠিক করেননি।


'এখানে লুকোচুরির কিছু নেই। যে এই বিষয়টা বলেছে বা এই সংবাদ করেছে, তিনি কাজটা ঠিক করেননি। বিশ্বকাপের সময় সাইফউদ্দিনকে নিয়ে একটা সংবাদ ছাপা হলো। ও নাকি বড় দলের বিপক্ষে ভয়ে খেলা না। এসব খবর কি দলের জন্য ভালো? দলে যারা ছিল তাঁরা জানে এই নিউজ কে করিয়েছে। সাইফউদ্দিন কি খেলেনি? একটা দলকে মানসিকভাবে ভেঙে দেয়ার জন্য এসবই যথেষ্ঠ।'



খবর ফাঁসের জন্য সাংবাদিককে দোষ দিচ্ছেন না সাকিব। দলের ভেতর থেকে যে খবরটি ফাঁস হয়েছে, তাতেই চটেছেন তিনি। দলের ভালো করার সুযোগ থাকলেও, এমন খবর প্রচার হওয়ার পর তা দলের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করেন সাকিব। যিনি খবর ফাঁস করেছেন তাঁর ওপরই এই দায় দিচ্ছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি এই অধিনায়ক।


'আমি সাংবাদিকের দোষ দিচ্ছি না। ভেতর থেকে তথ্যটা যে গেছে, সেটা খারাপ। আপনি জানবেন কখন? যখন আমি বলবো, যখন আমাদের কেউ বলবে, তখনই জানবেন। ভেতর থেকে এসব খবর যখন বাইরে যাবে, দলের ভালো করার সম্ভাবনা থাকলেও সেটা ওইসময় কমে যাবে। যেটা আমাদের ফলাফলেও প্রভাব ফেলেছে। প্রথমত, আমি ওরকম কিছু বলিনি। আমি যদি বলেও থাকি, সেটা যে বাইরে এল, এর দায় কে নেবে?'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball