প্রথম বলেই বোল্ড সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। নিজেদের মধ্যে ভাগ হয়ে এই ম্যাচ অংশ নিচ্ছেন সাকিব-মুশফিকরা।
বর্তমানে সবুজ দলের বিপক্ষে ব্যাট করছে লাল দল। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান।

সবুজ দলের হয়ে বল হাতে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ১৩ রান করে জহুরুল ইসলাম অমি তাঁকে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন। এরপর সাকিব আল হাসানকে প্রথম বলে বোল্ড করেছেন তিনি।
০ রানে সাজঘরে ফিরেছেন এই অলরাউন্ডার। আরেক পেসার এবাদত হোসেনের বলে এক রানে বিদায় নিয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
লিটন কুমার দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ ০ রানে ক্রিজে ব্যাটিং করছেন। সবুজ দলের হয়ে বোলিং করেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং এবাদত হোসেন।