promotional_ad

টেস্টের রশিদে ভীত নন সাদমান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খানে ভয় নেই বাংলাদেশ দলের টেস্ট ওপেনার সাদমান ইসলামের। তাঁর মতে, ক্রিকেটের ছোট ফরম্যাটের ত্রাস রশিদ খান টেস্টে তেমন কার্যকরী নন।


টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর বোলার আফগানিস্তানের রশিদ খান। ওয়ানডেতে শীর্ষ দশে রয়েছেন তিনি। কিন্তু টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি এই লেগ স্পিনার।



promotional_ad

দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভিজ্ঞতায়ও পিছিয়ে আফগান অধিনায়ক। ২০১৮ সালে আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পায় আফগানিস্তান। এরপর এখন পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলেছে দলটি। যা সুবাদে দুটি টেস্ট খেলার সুযোগ হয়েছে রশিদের। যেখানে ৯টি উইকেট নিয়েছেন তিনি। তবে তাঁকে নিয়ে ভীত নন বাংলাদেশি তরুণ সাদমান।


তাঁর মতে, টেস্টে রশিদের বোলিং তেমন চাপে রাখবে না বাংলাদেশি ব্যাটসম্যানদের। বৃহস্পতিবার মিরপুরে সাদমান বলেছেন, 'রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই। কারণ টেস্ট ফরম্যাটটা আলাদা। ছোট পরিসরের ক্রিকেটে বোলিং আর টেস্টে বোলিং দুইটা দুই জিনিস।'


'তো আমরা এটা নিয়ে বাড়তি কোনো চিন্তা করছি না। আমরা যেভাবে স্পিন খেলি। আমাদের দেশে অনেক ভালো মানের স্পিনের বিপক্ষে খেলে থাকি আমরা, আমার মনে হয় না রশিদ খান আমাদের বাড়তি কোনো চাপ দিবে।'



এখন পর্যন্ত ৬৮ ওয়ানডে এবং ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন রশিদ খান। যেখানে যথাক্রমে ১৩১ এবং ৭৫ উইকেট নিয়েছেন তিনি। নিজের তৃতীয় টেস্টে আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন এই লেগ স্পিনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball