অনুশীলনে সাদমানের পরিকল্পনায় নবি-রশিদরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাড়তি দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি।
এই কারণে আফগানিস্তান স্পিনারদের বিপক্ষে ভালো করতে বাড়তি কাজ করছেন ২৪ বছর বয়সী সাদমান। মোহাম্মদ নবি-রশিদ খানদের নিয়ে আলাদা করে পরিকল্পনা সাজিয়েছেন তিনি। প্রতিপক্ষ দলের স্পিন আক্রমণ সম্পর্কে ধারণা আছে সাদমানের। যেকারণে পেসারদের নিয়ে নয় স্পিনারদের বিপক্ষে নেটে ঘাম ঝরাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব নিয়েই কথা বলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাদমান বলেন, 'আফগানিস্তানকে নিয়ে একটু আলাদা পরিকল্পনা করছিলাম কারণ, ওদের স্পিন অ্যাটাকটা খুব ভালো। সবসময় তো পেস বোলিং নিয়ে বাড়তি কাজ হয় এবার চিন্তা করছি একটু স্পিনারদের নিয়ে বাড়তি কাজ করার।
ওদের বেশীরভাগ বোলার রশিদ খান-মোহাম্মদ নবি একটু ভারসাম্য ধরে রেখে বোলিং করে। এই জন্য একটু স্পিন নিয়ে কাজ করছি আর পেস বোলিং নিয়ে তো আমাদের প্রায়ই কাজ হয়। এছাড়া বাড়তি কোনো কিছু করছি না।'
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে আফগানিস্তান দলের। ৫ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।