promotional_ad

শান্তর সেঞ্চুরিতে চিন্তায় নির্বাচকরা

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


খুলনায় শ্রীলঙ্কা হাই পারফর্মেন্স দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফর্মেন্স দলের খেলায় ১৩৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তাঁর এমন ইনিংস চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের।


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) দল ঘোষণা করবে বিসিবি। বিশ্রামে যাওয়ায় এই সিরিজে খেলবেন না নিয়মিত ওপেনার তামিম ইকবাল। আরেক টেস্ট ওপেনার সাদমান ইসলামের সঙ্গী হিসেবে শান্তকে ইতোমধ্যেই বিবেচনা করছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।



promotional_ad

বৃহস্পতিবার নান্নু বলেন, 'এইচপিতে কয়েকজন খুব ভালো ক্রিকেট খেলেছে। শান্তও বেশ ভালো খেলেছে। তো এটা আমাদের মাথায় আছে। এটা নিয়ে আমরা আলোচনায় বসছি।


কোচের সাথে, টিম ম্যানেজমেন্টের সাথে, কেমন দল চাই এটা নিয়েও আলোচনা হয়েছে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি। কালকে চূড়ান্ত করব।'


তামিম না থাকায় শান্তর দিকে আগে থেকেই নজর ছিল নির্বাচকদের। এইচপি দলের হয়ে সেঞ্চুরি করে নির্বাচকদের ভালো রকমের বার্তা দিয়েছেন শান্ত। গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিসিবির আরেক নির্বাচক হাবিবুল বাশারও ইতিবাচক মন্তব্য করেছিলেন শান্তকে নিয়ে।  



তিনি বলেছিলেন, 'কিছু খেলোয়াড়দের ওপর তো সব সময় চোখ থাকেই। শান্তকে কিন্তু আমাদের তাৎক্ষণিক বিকল্প হিসেবে আমরা চিন্তা করেছিলাম। সে আগে খেলেছেও কিন্তু আশানুরূপ করতে পারেনি। 


কিন্তু সে এই সিরিজটাতে ভালো খেলেছে এবং ভারতে বেশ ভালো খেলে আসছে। ওইভাবে চিন্তা করলে ওর ব্যাপারে আমি বেশ সন্তুষ্ট। কিছু খেলোয়াড় আমাদের সন্তুষ্ট করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball