নেতৃত্বে খাওয়াজা, বিশ্রামে পেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেন স্টোকসের বীরত্বের কাছে সিরিজের তৃতীয় টেস্ট হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজে এখনও বাকি রয়েছে দুটি ম্যাচ, সুযোগ রয়েছে একটি ম্যাচ জিতে অ্যাশেজ শিরোপা নিজেদের কাছে রেখে দেয়ার।
১-১ ব্যবধানে সিরিজে সমতা বিরাজ করলেও ৪ সেপেটেম্বর চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডার্বিশায়ারের বিপক্ষে সফরের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া একাদশ।
যেখানে ক্যাঙ্গারুদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাওয়াজা। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে মাঠে ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

সেই সঙ্গে এই ম্যাচের জন্য উড়িয়ে আনা হয়েছে বিশ্বকাপে দারুন পারফরম্যান্স করা উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারিকে। ক্যারিকে উড়িয়ে আনায় বিশ্রামে থাকবেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক টিম পেইন।
এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার, মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রেভিস হেড, তিন পেসার প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন ও স্পিনার নাথান লায়নও খেলবেন না এই ম্যাচে।
আগামী মাসের ৪ তারিখ সিরিজের চতুর্থ টেস্টে লড়বে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ১২ তারিখ ওভালে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ডার্বিশায়ারের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ:
উসমান খাওয়াজা, ক্যামেরন ব্যানক্রফট, অ্যালেক্স ক্যারি, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, মাইকেল নাসের, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ম্যাথু ওয়েড।