promotional_ad

মিকি আর্থারের সমান বেতন দাবি মিসবাহর

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে বড় অঙ্কের পারিশ্রমিক চাচ্ছেন মিসবাহ-উল-হক। সাবেক এই পাকিস্তানি অধিনায়কের দাবি সদ্য বিদায়ী কোচ মিকি আর্থারের সমান পারিশ্রমিক দিতে হবে তাঁকে।


সাবেক কোচ মিকি আর্থারকে ২০ হাজার ডলার পারিশ্রমিক দিতো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মিসবাহকে এই পরিমাণ অর্থ দিতে নারাজ পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।


মিসবাহর দাবির পেছনে যুক্তিও আছে। পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক, প্রধান কোচ মিকি আর্থার এবং বোলিং কোচ আজহার মাহমুদ জাতীয় দলের কোচ থাকাকালীনও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোচের দায়িত্ব পালন করেছেন।



promotional_ad

তবে পিসিবি সম্প্রতি জানিয়েছেন, বোর্ডের সঙ্গে যুক্ত কেউ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কোচ বা কোনো দলের কর্মকর্তা হিসেবে যোগ দিতে পারবেন না। জাতীয় দলের কোচ হিসেবে থাকায় বাড়তি আয়ের সুযোগ হারানোর কারণে মিসবাহ মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন।


মিসবাহ ছাড়াও পাকিস্তানের প্রধান কোচ পদে আবেদন করেছেন সাবেক কোচ মহসিন খান, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।


সাবেক কোচ ওয়াকার ইউনিস অবশ্য প্রধান কোচ পদে আবেদন না করলেও পেস বোলিং কোচ হতে আবেদন প্রত্র জমা দিয়েছেন। পাকিস্তানের কোচিং স্টাফ বাছাই করতে ইতোমধ্যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পিসিবি।


প্রধান কোচ নির্বাচনের জন্য সাবেক অধিনায়ক ইনতিখাব আলম, ধারাভাষ্যকার বাজিদ খান, পিসিবির কর্মকর্তা আসাদ আলী খান, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এবং পিসিবির ডিরেক্টর জাকির খানের কাঁধে দায়িত্ব দিয়েছে পাকিস্তানের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।



সূত্রঃ ক্রিকেট পাকিস্তান ডটকম



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball