যুব এশিয়া কাপে সহজ গ্রুপে বাংলাদেশ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠছে আগামী ৫ সেপ্টেম্বর। যুবাদের এই টুর্নামেন্টে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের যুবারা মোকাবেলা করবে আরব আমিরাত এবং স্বাগতিক শ্রীলঙ্কার।
এই আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। উদ্বোধনী ম্যাচে ভারতের মোকাবেলা করবে কুয়েত। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৪ই সেপ্টেম্বর।

৬ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। এই টুর্নামেন্টে মোট দুটি গ্রুপ খেলবে। গ্রুপ 'এ' তে খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েত।
‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশের সঙ্গী আরব আমিরাত, শ্রীলঙ্কা এবং নেপাল। এই দুই গ্রুপ থেকে সেমিফাইনালে খেলবে সেরা দুই দল। সেইমিফাইনালে জয়ী দুই দল খেলবে ফাইনাল।
বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচিঃ
৬ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আরব আমিরাত
৮ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম নেপাল
১০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা