প্রস্তুতি ম্যাচে খেলবেন নাঈম-বিজয়-সোহান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। আসন্ন এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন নাঈম ইসলাম, এনামুল হক বিজয় এবং নুরুল হাসান সোহান। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এই ম্যাচের আগে ১ এবং ২ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি।

বিসিবি একাদশ গঠন করতে প্রাথমিক দলে থাকা ৩৫ জনের বাইরে ক্রিকেটার খুঁজতে হচ্ছে নির্বাচকদের। কারণ আগামী ৩০ এবং ৩১ আগস্ট মিরপুরে এই ক্রিকেটারদের নিয়ে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে। যে কারণে আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩৫ জনের কাউকে পাঠানো হচ্ছে না।
এদিকে খুলনায় বিসিবির হাই পারফরম্যান্স দল খেলছে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে। সেখান থেকেও ক্রিকেটার পাঠানোর সম্ভব নয়। যে কারণে প্রস্তুতি ম্যাচের জন্য তরুণ এবং পুরনো ক্রিকেটারে নজর দিচ্ছেন নির্বাচকরা।
প্রস্তুতি ম্যাচের দলে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন নাঈম, বিজয়রা। ২০১৪ সালে শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম। ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি রয়েছে তাঁর নামের পাশে। ঘরোয়া ক্রিকেটেও বেশ ভালো ফর্মে রয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকে চলতি বছর শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ৩ টেস্ট, ২ ওয়ানডে এবং ২ টি-টোয়েন্টি খেলা সোহানকেও রাখা হয়েছে বিসিবি একাদশের দলে।
তরুণ ক্রিকেটারদের মধ্যে বিসিবি একাদশে থাকার সম্ভাবনা রয়েছে আল-আমিন জুনিয়র, ফারদিন হাসান এবং সাব্বির হোসেনদের মতো ক্রিকেটারদের।