বাংলাদেশকে রশিদ খানের হুঁশিয়ারি

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত আফগানিস্তান দলটি শক্তিশালী বলে জানিয়েছেন অধিনায়ক রশিদ খান। অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারের মিশেলে সাজানো হয়েছে দলটি। যেখানে বেশ কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে।
সম্প্রতি আফগান ‘এ’ দলের হয়ে বাংলাদেশে ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। দুটি প্রথম শ্রেণির ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। পাঁচ ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ এই ব্যাটসম্যান।

৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে ১৭ বছর বয়সী এই তরুণকে। ইব্রাহিমের উদাহরণ টেনে রশিদ খান বলেন, ‘আমি ফলাফল নিয়ে এখনই চিন্তা করছি না। অনুশীলন এবং ম্যাচে দল হিসেবে শতভাগ দিতে চাই।’
‘আমরা শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছি। আমাদের দলে অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটার রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ইব্রাহিম ভালো করেছে। সে ভালো একজন সম্ভাবনাময় ক্রিকেটার।’
শুধু টেস্টের দলে নয়, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়েছে রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হকের মতো তরুণ ক্রিকেটারদের।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবি, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলী খিল, জহির খান, জাভেদ আহমাদি, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান এবং কায়েস আহমেদ।
টি-টোয়েন্টি স্কোয়াড: রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবি, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফুদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, গুলবদিন নাইব, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, ফাজাল নিয়াজাই, দৌলত জাদরান, নাভিন উল হক এবং রহমানউল্লাহ গুরবাজ।