কখন অবসর, এটা বোঝার দায়িত্ব মাশরাফিরঃ দুর্জয়

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


ক্রিকেট থেকে কখন অবসর নিতে হবে, সেটা মাশরাফি বিন মুর্তজাকেই বুঝতে হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।  


বিশ্বকাপের পর পরই মাশরাফির অবসরের গুঞ্জন ওঠে জোরেশোরে। মাশরাফিকে মাঠ থেকে বিদায় দিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচেরও আয়োজন করার চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অবসরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবির কাছে দুই মাস সময় চান মাশরাফি।  


promotional_ad

মাশরাফির মতো বড় মাপের খেলোয়াড়কে ঠিক সময়ে অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে দুর্জয় বলেন, ‘কিছু খেলোয়াড়ের অবসরের ব্যাপারে বোর্ড বেশ আন্তরিক এবং আমি মনে যেহেতু সে একজন অনেক বড় মাপের খেলোয়াড় তাই এটি বোর্ডের দায়িত্ব। তবে খেলোয়াড়েরও এটি বোঝা দায়িত্ব কখন সে অবসর নেবে।’  


আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় তামিম কিছুদিনের জন্য বিশ্রামে গেছেন। 


তামিমের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন দুর্জয়। তাঁর মতে, বিশ্রাম নেয়ার ব্যাপারটি প্রত্যেক খেলোয়াড়কে নিজে থেকে বোঝা উচিত। দুর্জয়ের ভাষায়, ‘খেলোয়াড়দের নিজেদেরই বোঝা উচিত যে তাদের কখন বিশ্রাম দরকার এবং যদি তারা যদি নিজেরাই বুঝতে পারে সেটা তাদের জন্যই ভালো।’ 


ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করতে পারেননি ওয়ানডে অধিনায়ক মাশরাফি। মাত্র এক উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন তিনি। ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন ওপেনার তামিমও। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও তাঁর ব্যাটে রানের দেখা মেলেনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball