promotional_ad

হাল ছাড়ছেন না সোহান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||   


আন্তর্জাতিক ক্রিকেটে চার বছর পার করে ফেলেছেন নুরুল হাসান সোহান। তবেেএখনও জাতীয় দলে থিতু হতে পারেননি তিনি। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান জানিয়েছেন, বাংলাদেশ দলে আসা যাওয়ায় অভ্যস্ত হয়ে গেছেন তিনি।


মূলত মানসিকভাবে শক্তিশালী থাকার জন্যই এগুলো নিয়ে ভাবেন না সোহান। তাই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি। তবে জাতীয় দলে ফেরার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


promotional_ad

এ প্রসঙ্গে সোহান বলেন, ‘আসলে শেষ তিন-চার বছর ধরে জাতীয় দলের সঙ্গে এভাবেই আছি। সবসময় সেই চিন্তাটাই করি যে, যেকোনো সময় বাদ যেতে পারি। আসলে এটি নিয়ে যদি চিন্তা করি তাহলে মানসিকভাবে অনেক ডাউন হয়ে যাবো। এগুলো নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। এটাই চিন্তা করি যেকোনো সময় বাদ পড়তে পারি। সেভাবেই নিচ্ছি বিষয়টি।’


২০১৬ সাল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়ন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু সোহানের। এরপর জাতীয় দলের হয়ে মাত্র ৯টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। একই বছর নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের।


তাঁর ওয়ানডে ক্যারিয়ারে ম্যাচের সংখ্যা মাত্র ২টি। সাদা পোষাকে তিনটি ম্যাচ খেলেছেন সোহান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মেন্স করেও জাতীয় দলের আঙিনায় নেই তিনি। সোহান অবশ্য জাতীয় দলে ডাক না পেয়ে হতাশ নন।


তিনি বলেছেন, ‘আসলে এটি আমার হাতে কিছু নেই। ভালো খেললেই যে ব্যাক করবো এমন কিছুও নেই। তবে অবশ্যই লক্ষ্য থাকে জাতীয় দলের আশেপাশে কীভাবে থাকা যায় বা কন্ডিশনিং ক্যাম্পগুলোতে থাকা যায়। তাহলে হয়তো নিজের ফিটনেস বা উন্নতি করার জায়গাগুলো থাকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball