শান্তর সেঞ্চুরি, আফিফের হাফ সেঞ্চুরি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা হাই পারফর্মেন্স (এইচপি) দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০১ বলে ১০১ রান করে অপরাজিত আছেন ডানহাতি ব্যাটসম্যান।
দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবও। বাংলাদেশ এইচপি দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৯৪ রান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এইচপি দলের অধিনায়ক শান্ত। এরপর খেলতে নেমে মাত্র ১২ রানের মাথায় ওপেনার নাঈম শেখের উইকেটটি খোয়াতে হয় দলকে।

কালানা পেরেরার বলে মিনোদ ভানুকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করা নাঈম। পরবর্তীতে দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন শান্ত।
তবে ৮১ রানের সময় কালানা পেরেরার একটি থ্রোতে রান আউট হয়ে ফিরে যেতে হয় ডানহাতি সাইফকে। ১৮ রান করা সাইফের বিদায়ের পর ক্রিজে যোগ দেন ২৩ বছর বয়সী ইয়াসির আলী।
তিনি বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৪ রান করে রমেশ মেন্ডিসের শিকার হয়ে। ৫৪ রানের ইনিংস খেলা আফিফকে আউট করেছেন নিশান পেইরিস।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ইমার্জিং দলঃ ১৯৪/৪ (৭৩ ওভার) (শান্ত-১০১* আফিফ-৫৪; পেরেরা-১/৩৪)