সাকিবকে তিনে নামালেন বেন স্টোকস

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় স্টোকসের অবস্থান এখন দুই নম্বরে।
দুই নম্বরে উঠে আসার পথে সাকিব আল হাসান এবং রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলেছেন স্টোকস। ৪৩৩ পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
৪১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন স্টোকস। ৩৯৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে সাকিব। ৩৯৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন জাদেজা। অলরাউন্ডার র্যাঙ্কিং ছাড়াও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে স্টোকসের।

ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই ইংলিশ ব্যাটসম্যান। অ্যাশেজ সিরিজের আগে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে ছিলেন স্টোকস। হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে একাই জিতিয়েছেন তিনি।
ইংলিশ পেসার জফরা আর্চারও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন তিনি। তাঁর অবস্থান এখন ৪০ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে বল হাতে চমক দেখিয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।
৭ রানে পাঁচ উইকেট শিকার করা এই পেসার ৯ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৪। বুমরাহর চেয়ে ২ রেটিং পয়েন্ট কম নিয়ে ৮ নম্বরে ক্যারিবীয় পেসার কেমার রোচ।
সেরা পাঁচে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ৯০৮ রেটিং নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৩১০। স্টিভেন স্মিথ ৯০৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে তিনি।
টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার সেরা তামিম ইকবাল। তাঁর অবস্থান ২৪ নম্বরে। ২৯ তম স্থানে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। ৩২ নম্বরে রয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।