বাংলাদেশে টেস্ট অভিষেক হচ্ছে উইলসনের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে আম্পায়ার হিসেবে পল উইলসনের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই আম্পায়ার হিসেবে টেস্টে অভিষেক হবে অস্ট্রেলিয়ান এই আম্পায়ারের।
উইলসন এখন পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এবার প্রথমবারের মতো ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে আম্পায়ারিংয়ের জন্য ডাক পেলেন তিনি।
অস্ট্রেলিয়ার ৯০তম আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন উইলসন। আন্তর্জাতিক টেস্টে ৪৮৪তম আম্পায়ার হিসেবে এই দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সফল সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে উইলসনের। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে সাদা পোষাকে অভিষেক ম্যাচটি খেলেছিলেন তিনি।
টেস্ট আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে উইলসন জানিয়েছেন, মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি। টেস্ট ক্রিকেটে আম্পায়ারিং করাটাকে অনেক বড় সম্মানের মনে করেন এই অস্ট্রেলিয়ান আম্পায়ার।
'আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি এবং লাল বলের কোয়ালিটি ক্রিকেট দেখার অপেক্ষায় আছি। আমাদের খেলার সর্বোচ্চ পর্যায় টেস্ট ম্যাচ এবং এটি আমার জন্য অনেক বড় সম্মানের এখানে দায়িত্ব পালন করার।'
অস্ট্রেলিয়ার আরেক আম্পায়ার পল রাইফেলের সঙ্গে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত উইলসন। কিংবদন্তি এই আম্পায়ারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের এই আম্পায়ার।
'পল রাইফেলের সঙ্গে যোগ দিতে পারাটাও অনেক রোমাঞ্চের। টেস্ট ক্রিকেটে আম্পায়ারিং করা সর্বোচ্চ পর্যায়ের এবং এই পর্যায়ে আসার কৃতিত্ব সম্পূর্ণ পলের। সে দীর্ঘ কয়েক বছর ধরে পরিশ্রম করে আসছে।'