promotional_ad

ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ দুই ক্রিকেটার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


হংকংয়ের দুই ক্রিকেটার ইরফান আহমেদ এবং নাদিম আহমেদকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ দুজনের সঙ্গে আরেক ক্রিকেটার হাসিব আহমেদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।


আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে উঠে এসেছে এই তিন ক্রিকেটারের বিভিন্ন গুরুতর অপরাধ। এর মধ্যে ইরফান এবং নাদিম দুই ভাই। শুনানিতে এই দুই ভাইয়ের সঙ্গে হাসিবের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ দাখিল করা হয়েছে।



promotional_ad

তাদের বিরুদ্ধে গত দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, অর্থের বিনিময়ে ফিক্সিং এবং অর্থের বিনিময়ে বাজে খেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনজনের কেউ-ই নিজেদের পক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে পারেননি। ফলে তারা দোষী প্রমাণিত হয়েছেন।


আইসিসির ৯টি কোড ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে ইরফান আহমেদকে। নাদিম আহমেদের বিরুদ্ধে ৩টি কোড ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। হাসিব আহমেদের বিরুদ্ধেও তিনটি কোড ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট।


আইসিসির দুর্নীতি দমন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ইরফান আহমেদ এবং নাদিম আহমেদ দুই ভাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ম্যাচ ফিক্সিং করেছেন। তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছে অন্যদেরও এই পরিকল্পনায় যুক্ত করতে।



‘এটি একটি দীর্ঘ এবং জটিল তদন্ত ছিল। যেখানে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটাররা লম্বা সময় ধরে ম্যাচের মুহূর্তগুলোকে প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়েছে। তাদের সব প্রচেষ্টাই পূর্ব পরিকল্পিত ছিল এবং তারা অন্যদেরও তাতে জরিত করার চেষ্টা করেছে।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball