‘ভয়ঙ্কর’ আফগানদের নিয়ে সতর্ক সাকিব
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যেকোনো ফরম্যাটেই আফগানিস্তানের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ভয় রশিদ খান, মোহাম্মদ নবিদের মতো আফগানদের কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় নিয়ে।
সাকিব মনে করেন তারা সুযোগ পেলেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য। আগামী ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো সাদা পোষাকে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়কের সমীহ পাচ্ছে টেস্ট আঙিনায় নবাগত এই দলটি।

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘চ্যালেঞ্জ তো থাকে সব সময়ই। আফগানিস্তান যেভাবে উন্নতি করেছে তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জই। তাদের বেশ কিছু কোয়ালিটি খেলোয়াড় আছে, যারা আমাদের জন্য ডেঞ্জারাস হতে পারে।’
২০১৭ সালের জুনে টেস্ট স্ট্যাটাস পায় আফগানিস্তান। এরপর গত বছরের জুনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাদের। অভিষেক ম্যাচে বিরাট কোহলিদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারে তারা।
অবশ্য নিজেদের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় আফগানিস্তান। তাই এই দলটিকে হাল্কাভাবে নেয়া যাবে না বলে মনে করছেন সাকিব। তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা এবং দল হিসেবে পারফর্ম করার বিকল্প দেখছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে এবং টিম হিসেবে ভালো খেলতে হবে। ব্যক্তিগত দুই একটি পারফরম্যান্স দিয়ে জেতার সুযোগ খুব বেশি একটা থাকবে না। টিম হিসেবে ভালো খেলতে হবে।’