কিউই শাসনে বিধ্বস্ত শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ এনজেডসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ইনিংস এবং ৬৫ রানে জিতে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে কেন উইলিয়ামসনের দল। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।
ইনিংস হার এড়াতে লঙ্কানদের সামনে ১৮৭ রানের লক্ষ্য ছিল। তবে স্বাগতিকরা ১২২ রানে গুটিয়ে গেলে ইনিংস হার এড়াতে পারেনি তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা।
তারা দলীয় ৩২ রানের মধ্যেই শীর্ষ চার ব্যাটসম্যানকে হারায়। কুশাল মেন্ডিস দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি আউট হয়েছেন ২০ রান করে। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেও সাজঘরে ফিরেছেন ২১ রান।

মিডল অর্ডারে একাই প্রতিরোধ গড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। তাঁর ব্যাট থেকে এসেছে ৫১ রান। লঙ্কানদের নবম ব্যাটসম্যান হিসেবে তাঁর ফেরার পরই ইনিংস হার এড়ানোর সব আশা নিভে যায় শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ১২২ রানে।
নিউজিল্যান্ডের সব বোলারই লঙ্কানদের গুটিয়ে দিতে দারুণ অবদান রেখেছেন। ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, আজাজ প্যাটেল এবং উইলিয়াম সোমারভিলে। কলিন ডি গ্র্যান্ডহোমের ঝুলিতে গেছে একটি উইকেট।
এর আগে, শ্রীলঙ্কার করা ২৪৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে টম ল্যাথাম এবং বিজে ওয়াটলিংয়ের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ৪৩১ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংসে তারা লিড পায় ১৮৭ রানের। এই রানই পেরুতে পারেনি শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা ১ম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৪৪ (ডি সিলভা ১০৯, বোল্ট ৩/৭৫, সাউদি ৪/৬৩)
নিউজিল্যান্ড ১ম ইনিংসঃ ১১৫ ওভারে ৪৩১/৬ (ল্যাথাম ১১১, ওয়াটলিং ১০৫*, গ্র্যান্ডহোম ৮৩; দিলরুয়ান ৩/১১৪, কুমারা ১/১১৫)
শ্রীলঙ্কা ২য় ইনিংসঃ ৭০.২ ওভারে ১২২/১০ (ডিকভেলা ৫১, করুনারত্নে ২১; সাউদি ২/১৫, বোল্ট ২/১৭)