টেস্টেও আফগানিস্তানকে সমীহ করছেন সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। তবে এবার ভিন্ন ফরম্যাটে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে তারা। আগামী ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্ট সাকিব আল হাসানদের মুখোমুখি হবে রশিদ খানের দল।
আসন্ন এই সিরিজের আগে অবশ্য বাংলাদেশ অধিনায়কের সমীহ পাচ্ছে আফগানরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মনে করেন আফগানিস্তানের খেলোয়াড়রা নিজেদের খেলোয়াড় হিসেবে প্রমাণিত করেছে। টি-টোয়েন্টিতে সফল হওয়া দলটির টেস্টে ভালো না করার কারণ দেখছেন না সাকিব।

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'এটা অস্বীকার করা যাবে না যে তারা খেলোয়াড় হিসেবে প্রমাণিত। যদিও শর্টার ফরম্যাটে খেলেছে। যেহেতু ওখানে সফলতা পেয়েছে কোনো কারণ নেই যে এখনে সফল হতে পারবে না।'
গত বছর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার প্রথমবারের মতো টেস্টে আফগানদের মোকাবেলা করবে সাকিবের নেতৃত্বাধীন দলটি। টেস্ট বলেই আসন্ন এই সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন সাকিব।
তবে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানকে বিশ্বমানের বোলার মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাদা পোষাকে প্রথমবারের মতো আফগানিস্তানের মোকাবেলা করায় দলটিকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক।
এ প্রসঙ্গে সাকিব বলেন, 'অভিজ্ঞতার দিক থেকে যদি বলি আমরা এগিয়ে থাকব। কিন্তু ও ওয়ার্ল্ডক্লাস বোলার। যদিও টেস্ট ম্যাচ একটা-দুটা খেলেছে। আমরা ওই দিক থেকে নতুন।'