ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলার মন্ত্র দিচ্ছেন ল্যাঙ্গেভেল্ট
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন গত ২১ আগস্ট। এরই মধ্যে শীষ্যদের সফল হওয়ার বিভিন্ন মন্ত্র দিয়েছেন প্রোটিয়া এই কোচ।
সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পেসার শফিউল ইসলাম জানিয়েছেন, ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে ধারাবাহিক ভাবে একই জায়গায় বল করার দীক্ষা দিচ্ছেন ল্যাঙ্গেভেল্ট।

একই জায়গায় বল করার ফলে ব্যাটসম্যানদের রান করতে কষ্ট করতে হবে। তাই এই বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের সদ্য নিয়োগ প্রাপ্ত এই কোচ। দলে যোগ দেয়ার সময় বেশিদিন না হলেও এরই মধ্যে নিজের কোচিং তত্ত্ব খেলোয়াড়দের শেখানো শুরু করেছেন ল্যাঙ্গেভেল্ট।
ল্যাঙ্গেভেল্ট প্রসঙ্গে শফিউল বলেছেন, 'এখনও ওইভাবে কাজ করা হয়নি, তিন-চারদিন হয়েছে। সে মেইন ফোকাস করছে কন্টিনিউ এক জায়গায় বল করতে। যেন এলোমেলো বল না হয়। ব্যাটসম্যান যেন কষ্ট করে রান করে।'
কদিন আগেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ল্যাঙ্গেভেল্ট জানিয়েছিলেন, খেলোয়াড়দের ধারাবাহিকতায় জোর দেবেন তিনি। শফিউলের কথায় বোঝা গেছে সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি।
ল্যাঙ্গেভেল্ট বলেছিলেন, ‘সব ফরম্যাটেই নতুন বলে ধারাবাহিক হতে হবে। তাদের অবশ্যই নিজেদের লেন্থকে আরও নিখুঁত করতে হবে। আগে তার কমপক্ষে চার থেকে পাঁচটি বল সঠিক জায়গায় ফেলতে সক্ষম হতে হবে এরপরে অন্য প্রশ্ন আসবে।'