দল ঘোষণার দিনক্ষণ জানালেন বাশার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণার দিনক্ষণ জানালেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। চলতি মাসের শেষের দিকে দল ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি।
ইতোমধ্যে দল গুছানো নিয়ে নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গো এবং অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানেই মোটামুতি দল গুছানো হয়ে গেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে বাশারের বক্তব্যে।

সোমবার মিরপুরে তিনি বলেন, 'টেস্ট দল নিয়ে আমাদের প্রাথমিক একটা বৈঠক হয়েছে অধিনায়ক এবং কোচের সঙ্গে। আমরা মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছি যে কেমন হতে পারে, আমরা একটু সময় নিচ্ছি যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা। সম্ভবত ৩০ কিংবা ৩১ তারিখে আমরা স্কোয়াড ঘোষণা করবো।'
৫ আগস্ট থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি। যার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করতে পারে বাংলাদশ, ইঙ্গিত দিয়েছেন বাশার। কারণ কয়েকজন ক্রিকেটারকে দলের সঙ্গে থেকে অনুশীলনের সুযোগ দিতে চান নির্বাচকরা।
'যেহেতু একটা মাত্র টেস্ট ম্যাচ তাই ১৪জনই দেয়ার কথা। যেহেতু আমাদের কোনো খেলা নেই, তাই ১-২জন বাড়তি যোগ করতে পারি যারা হয়তো ওয়ানডে খেলবেন টেস্ট খেলবেন না।
সেক্ষেত্রে আমরা ১-২জনকে যোগ করতে পারি যেন দলের সঙ্গে থাকলো, অনুশীলন করলো। এখনও সিদ্ধান্ত নেইনি। ১৪-১৫-১৬ যেকোনো জনের দল হতে পারে। ঘরের মাঠে যেহেতু খেলা ১-২জন বাড়তি নিতে পারি দলের সঙ্গে অনুশীলন করার জন্য।'