promotional_ad

চট্টগ্রাম-মিরপুরে পার্থক্য দেখছেন না মিরাজ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চেয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বেশি স্পিন সহায়ক। তবে মিরপুরে নয়, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। 


বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়তে হবে রশিদ খান, মোহাম্মদ নবিদের মতো স্পিনারদের বিপক্ষে। টেস্টটি মিরপুরে না হলেও স্পিনারদের ভালো করার সুযোগ দেখছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিজেদের কন্ডিশনে যথেষ্ট শক্তিশালী দল বাংলাদেশ। হোম কন্ডিশন কাজে লাগিয়েই আফগানিস্তানকে পরাস্ত করতে চান ২১ বছর বয়সী মিরাজ।



promotional_ad

তিনি বলেন, ‘আসলে মিরপুর, চট্টগ্রামেও যেখানেই খেলা হোক না কেন; সবই তো আমাদের মাঠ। আমাদের হোম কন্ডিশন, আমরা জানি যে এই কন্ডিশনে কী হবে না হবে। এর আগে এই কন্ডিশনে ওরা টি-টোয়েন্টি, ওয়ানডে ক্রিকেট খেলেছে। তবে টেস্ট ক্রিকেট খেলেনি। আমরা আমাদের কন্ডিশন সম্পর্কে জানি। আমরা চেষ্টা করবো আমাদের কন্ডিশন কাজে লাগানোর জন্য।’


দুই ম্যাচের টেস্ট সিরিজ হলে মিরপুরে খেলার সুযোগ থাকতো বাংলাদেশের। এতে অবশ্য হতাশ নন মিরাজ। বরং চট্টগ্রামে মানিয়ে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, ‘দুটি টেস্ট থাকলে হয়তো মিরপুরেও খেলা থাকতো। যেহেতু সুযোগ আছে আমাদের, চট্টগ্রামেও হয়তো ওখানকার কন্ডিশনে আমরা মানিয়ে নিতে পারবো। ভালো ক্রিকেট খেলতে পারবো। হয়তো ওখানে আমাদের ব্যাটসম্যানদের সুযোগ থাকবে রান করার।’ 


উইকেট যেমনই হোক, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিরাজ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমরা স্পিনার হিসেবে সব কন্ডিশনে খেলতে অভ্যস্ত। শুধু স্পিন কিংবা পেস নয়, ব্যাটিং বান্ধব উইকেট- আমরা সব সময় চ্যালেঞ্জ নিয়ে খেলতে প্রস্তুত। আসলে টেস্ট ক্রিকেটে সব সময় চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয়। আর যে ধরনের উইকেটই করুক না কেন, আমরা সব সময় চ্যালেঞ্জ নিতে তৈরি আছি।’



একমাত্র টেস্টে আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball