আফগানিস্তানকে টেস্টের পার্থক্য দেখালেন মিরাজ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


টি-টোয়েন্টি ক্রিকেটে সমীহ জাগানিয়া দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে রান আটকে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলে সফল হয়েছেন রশিদ খান-মোহাম্মদ নবিরা।


তবে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টির বিস্তর ফারাক রয়েছে। আফগানিস্তানকে এটাই মনে করিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডার মনে করেন, টি-টোয়েন্টির মতো রান আটকে রাখার তত্ত্ব টেস্টে কাজে লাগাতে পারবে না আফগানিস্তান।


promotional_ad

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, 'টি-টোয়েন্টিতে রান সেভ করে বোলিং করে। তারা বিভিন্ন জায়গায় বল করে থাকে। এটার জন্য হয়তো ব্যাটসম্যান অনেক সময় চার্জ করে। তবে টেস্ট ক্রিকেটে তো তেমন ব্যাপার নেই যে জোর করে মারা বা চার্জ করে খেলা।'


টেস্টে ধৈর্য্যর পরীক্ষা দিতে হয় ব্যাটসম্যান এবং বোলারদের। সাদা পোষাকের ক্রিকেটে দেখেশুনে সময় নিয়ে খেলার সুযোগ আছে। খারাপ বল করলে টেস্টে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। তাই টেস্টকেই আসল ক্রিকেট মনে করছেন মিরাজ।


মিরাজ বলেন, 'এখানে যতক্ষণ ভালো বল করবে ততক্ষণ দেখেশুনে খেলবে, একটি খারাপ বল করলে সেটিকেই মারবে। এটাই আসলে টেস্ট ক্রিকেট।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball