অসহায় আত্মসমর্পণে শান্তদের সিরিজ হার

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে শেষ ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। যার ফলে ২-১ ব্যবধানে সিরিজটি হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে গড়ায়। লঙ্কানদের সামনে বাংলাদেশের দেয়া ২৭০ রানের লক্ষ্য কমে ১৯৯ রানে দাঁড়ায়। ম্যাচ নেমে আসে ২৮ ওভারে।
কিন্তু পুরো ওভার লাগেনি শ্রীলঙ্কার। ২৪ ওভারেই লক্ষ্য তাড়া করে ফেলে সফরকারী দলটি। ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাধুন নিশাঙ্কা। ৭৮ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। এ ছাড়া ৩২ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন মিনোদ ভানুকা।
বাংলাদেশের বোলারদের মধ্যে তেমন কেউই কার্যকরী ভূমিকা রাখতে পারেননি। শুধু মাত্র ইয়াসিন আরাফাত সবচেয়ে কম ২৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। এ ছাড়া দশের কাছাকাছি ইকোনমিতে বোলিং করে একটি করে উইকেট নিয়েছেন রবিউল হক এবং আমিনুল ইসলাম বিপ্লব।

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা ইমার্জিং দল। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স দেখান ওপেনার সাইফ হাসান। দলের হয়ে সর্বোচ্চ ১১৭ রানের ইনিংস খেলেন তিনি।
এ ছাড়া ৬৮ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। তাঁদের ব্যাটে ভর করে পাঁচ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
শ্রীলঙ্কার হয়ে দারুণ বোলিং করে দুই উইকেট নিয়েছেন কালানা পেরেরা। একটি করে উইকেট পেয়েছেন শিরান ফার্নান্ডো, রামেশ মেন্ডিস ও ওয়ানিদু হাসারাঙ্গা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ এইচপি দলঃ ২৬৯/৫, ওভার- ৫০
সাইফ ১১৭, আফিফ ৬৮*; কালানা ২/৪৭, রামেশ ১/৪৪
শ্রীলঙ্কা ইমার্জিং দলঃ ১৯৯/৩, ওভার- ২৪; ডি/এল
পাধুন ১১৫*, মিনোদ ৫৫; ইয়াসিন ১/২৯, বিপ্লব ১/৩২