টেস্টের আমেজ ছড়িয়ে পড়েছে মিরপুরে
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘ ছয় মাস পর টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসানরা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আবারো দীর্ঘ পরিসরের ক্রিকেটকে স্বাগত জানাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।
যদিও ম্যাচটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার আগে রশিদ খান, মোহাম্মদ নবিদের বিপক্ষে ম্যাচটিকে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের আরও একবার প্রমাণের মঞ্চ ভাবছেন।
আর তাই টেস্টের আমেজ ছড়িয়ে পড়েছে মিরপুরে। অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সীমিত ওভারের ক্রিকেটের বাইরে থাকা মুমিনুল হক, তাইজুল ইসলামের মতো ক্রিকেটারদের আনাগোনা বেড়েছে হোম অব ক্রিকেটে। জাতীয় দলে জায়গা করে নেয়ার জন্য নিজেদের সেভাবেই প্রস্তুত করেছেন তাঁরা।
এরই ধারাবাহিকতায় শুক্রবারও মিরপুরে দেখা গেছে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামকে। বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং নিয়েও কাজ করেছেন তিনি। টেস্টের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে ঐচ্ছিক অনুশীলনেও সময় ব্যয় করছেন তিনি।

নিজের ব্যাটিং অনুশীলন নিয়ে তাইজুলের ভাষ্য, 'ক্রিকেট বর্তমানে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। যে কারণে ব্যাটিং নিয়ে কাজ করছি যেন দলের প্রয়োজনে সেটা কাজে লাগাতে পারি।'
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মু?? বাঁহাতি স্পিনার তাইজুল। আসন্ন সিরিজের জন্য বাংলাদশের ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দলেও রয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে হয়ত একাদশের জায়গা পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।
তাঁর স্বপ্ন কতটা সত্যি হবে সেটা সময়ই বলে দিবে। কারণ ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে খেলা বাংলাদেশ স্পিন শক্তিতে আফগানদের তুলনায় দুর্বল। তাই ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে স্পিন সহায়ক উইকেট নাও দিতে পারে বাংলাদেশ।
আর সেটা হলে একাদশে জায়গা নাও হতে পারে তাইজুলের। যদিও যে কোনো উইকেটে খেলতে নিজেকে প্রস্তুত মনে করছেন তিনি। তাঁর ভাষায়, 'আমরা উইকেট সম্পর্কে এখনো কিছু জানি না। এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের ওপর। স্পিনার হিসেবে আমি যে কোনো উইকেটে খেলতে প্রস্তুত।'
টেস্ট চ্যাম্পিয়নশিপের আমেজ কতটা ছড়িয়েছে তা তাইজুল, মুমিনুলদের বক্তব্যে স্পষ্ট। শুক্রবার (২৩ আগস্ট) তাইজুল বলেছেন, 'এটা ভালো সুযোগ অনেকগুলো টেস্ট ম্যাচ খেলার জন্য। কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারতের মতো আমরা বেশি টেস্ট ম্যাচ পাচ্ছি না। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা আরও বেশি সফল হলে যদি সবগুলো দল সমান সংখ্যক ম্যাচ পায়।'
২২ আগস্ট মুমিনুল হক বলেছেন, 'আমার মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে আমাদের দেশের জন্য ভালো হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। কেননা টেস্ট ক্রিকেট আমাদের দেশে ওভাবে ফোকাস হয় না। ওইদিক দিয়ে চিন্তা করলে আমাদের দেশের জন্য খুবই ভালো হয়েছে।'
দীর্ঘ পরিসরের ক্রিকেটকে আরও জাঁকজমক করতে আইসিসির এই উদ্যোগ সকলেরই পছন্দ হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চ ভাসছে বাংলাদেশ। তাই গুরুত্ব পাচ্ছে আফগানিদের বিপক্ষে ম্যাচটিও।
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মুমিনুলের ভাষ্য, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ খেলা একটা ভালো প্রস্তুতি। আমাদের সবার জন্যই ভালো সুযোগ। মনে হয় ভালো একটি খেলা হবে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওদের স্পিন আক্রমণ আমাদের সামনে আসবে। এটা ভালো প্রস্তুতি হবে। আমরা জানি যে উপমহাদেশে ওদের স্পিন আক্রমণ অনেক ভয়ঙ্কর।'