তামিমকে দায়িত্ব না দেয়া ভুল ছিল, নাফিসার স্বীকারোক্তি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে স্টিভ স্মিথকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ঘোষণা করা হয়। সিদ্ধান্তটি সঠিক ছিলনা মনে করেন ফ্র্যাঞ্জাইজিটির কর্ণধার নাফিসা কামাল। দলে থাকা দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে অধিনায়ক হিসেবে চেয়েছিলেন তিনি।
ইনজুরির কারণে স্মিথ ফিরে গেলে দায়িত্ব পান ইমরুল কায়েস। তবুও তামিমকে অধিনায়কের দায়িত্ব দেয়নি কুমিল্লা। কারণ পঞ্চম আসরে ইনজুরির কারণে অধিনায়ক তামিমকে প্রথম চার ম্যাচে পায়নি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। যে কারণে গত আসরে তামিমকে অধিনায়কত্ব দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল ফ্র্যাঞ্জাইজিটির ব্যবস্থাপনা কমিটি।

পঞ্চম আসরের শুরুতে দলে না থাকা তামিম ফিরেই দায়িত্ব কাঁধে তুলে নেন। সেবার দলকে দারুণ নেতৃত্ব দিয়ে প্লে অফে তোলেন তামিম। কুমিল্লা গুছিয়ে শক্তিশালী দলে পরিণত করা তামিমকে দায়িত্ব থেকে সরানো ভুল ছিল বলে মনে করছেন নাফিসা।
ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে নাফিসা বলেন, 'পেছনে তাকালে দেখবেন আপনিও ভুল করেছেন। আমি বলছি না যে আমি নির্ভুল। এটা সত্যি আমি আবেগের সঙ্গে কাজ করি। তাই অন্য সবার চেয়ে আমার ভুলের মাত্রা বেশি। আমার মনে হয় স্মিথকে পাওয়ার পর তামিম এবং ইমরুলের অধিনায়কত্ব নিয়ে ইস্যু তৈরি হয়েছে। কারণ ২০১৭ সালের বিপিএলে তামিম ইনজুরিতে ছিল এবং প্রথম চারটি ম্যাচ খেলতে পারেনি। ঐ সময় আমাদের মোহাম্মদ নবিকে অধিনায়কত্ব দিতে হয়েছিল।'
সিদ্ধান্ত সঠিক মনে না হলেও পরবর্তীতে তামিম এবং দলের সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিরোপা ঘরে তোলে কুমিল্লা। যার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নাফিসা।
'এতো দ্বিধা থাকার পরও আমি তামিমকেই দায়িত্ব দিতাম। কিন্তু পরবর্তীতে স্মিথকে অধিনায়কত্ব দেয়া আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়নি। কিন্তু সব কিছুই ভালো হয়েছে, ধন্যবাদ তামিম এবং দলের অন্যান্য খেলোয়াড়দের।'