তরুণদের ফিটনেস নিয়ে প্রশ্ন চামিন্দা ভাসের
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা ইমার্জিং দলের প্রধান কোচ চামিন্দা ভাসের বিশ্বাস, বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এবং শ্রীলঙ্কা ইমার্জিং দলে দক্ষ এবং প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কিন্তু তরুণ এই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন লঙ্কান সাবেক এই পেসার।
ফিটনেসের দিকে বিশ্বের বাকি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তাই ভবিষ্যৎ ভাবনায় এখন থেকেই ফিটনেসের দিকে নজর দিতে দুই দলের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন চামিন্দা ভাস।

মঙ্গলবার ভাস বলেছেন, 'আমি এখানে অনেক প্রতিভা এবং দক্ষতা দেখতে পারছি। তাদের ফিটনেসে আরও উন্নতি করতে হবে। শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কানদেরও ফিটনেসের দিকে এগিয়ে আসতে হবে। তারা ২১ থেকে ২২ বছর বয়সী। তাদের ফিটনেসে উন্নতি করা জরুরি।'
চলতি মাসে শ্রীলঙ্কা ইমার্জিং দল নিয়ে বাংলাদেশে এসেছেন ভাস। বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা।
ইতোমধ্যে ওয়ানডে সিরিজর প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ১-০তে এগিয়ে আছে লঙ্কানরা। বুধবার (২১ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।