promotional_ad

শক্তভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশঃ চামিন্দা ভাস

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। সিরিজে ১-০ তে এগিয়ে থেকেও বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে হালকাভাবে নিচ্ছেন না শ্রীলঙ্কান ইমার্জিং দলের প্রধান কোচ চামিন্দা ভাস। সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, মনে করছেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার।


বিকেএসপিতে রবিবার (১৮ আগস্ট) সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তবে ভাসের মতে, ক্রিকেটে এমন দিন যে কোনো দলেরই আসতে পারে।



promotional_ad

শ্রীলঙ্কার অন্যতম সেরা বোলার ভাস বলেছেন, 'আপনি বলতে পারবেন না খারাপ ছিল। এটা একটা খেলা মাত্র। যে কোনো দলই এমন অবস্থায় পড়তে পারে। আমি নিশ্চিত যে তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে। তারা জিনিসগুলোকে হালকাভাবে নিচ্ছে না। সেরা দলই সিরিজটি জিতবে।'


আগামীকাল (২১ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামবে দুই দল। সমতায় ফিরতে মরিয়া থাকবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল, ভালোই জানা ভাসের। তবে তাঁর দলও প্রস্তুত বলে বিশ্বাস করছেন লঙ্কান এই কোচ।


'ছেলেরা সিরিজটি উপভোগ করছে এবং তারা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমি নিশ্চিত দ্বিতীয় ওয়ানডেতে ছেলেরা ভালো করবে। খেলা উপভোগ করে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য সঠিক জিনিসটি করা, এটা তাদের ওপর।' মঙ্গলবার বলেছেন ভাস।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball