শক্তভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশঃ চামিন্দা ভাস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। সিরিজে ১-০ তে এগিয়ে থেকেও বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে হালকাভাবে নিচ্ছেন না শ্রীলঙ্কান ইমার্জিং দলের প্রধান কোচ চামিন্দা ভাস। সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, মনে করছেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার।
বিকেএসপিতে রবিবার (১৮ আগস্ট) সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তবে ভাসের মতে, ক্রিকেটে এমন দিন যে কোনো দলেরই আসতে পারে।

শ্রীলঙ্কার অন্যতম সেরা বোলার ভাস বলেছেন, 'আপনি বলতে পারবেন না খারাপ ছিল। এটা একটা খেলা মাত্র। যে কোনো দলই এমন অবস্থায় পড়তে পারে। আমি নিশ্চিত যে তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে। তারা জিনিসগুলোকে হালকাভাবে নিচ্ছে না। সেরা দলই সিরিজটি জিতবে।'
আগামীকাল (২১ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামবে দুই দল। সমতায় ফিরতে মরিয়া থাকবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল, ভালোই জানা ভাসের। তবে তাঁর দলও প্রস্তুত বলে বিশ্বাস করছেন লঙ্কান এই কোচ।
'ছেলেরা সিরিজটি উপভোগ করছে এবং তারা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমি নিশ্চিত দ্বিতীয় ওয়ানডেতে ছেলেরা ভালো করবে। খেলা উপভোগ করে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য সঠিক জিনিসটি করা, এটা তাদের ওপর।' মঙ্গলবার বলেছেন ভাস।