শ্রীলঙ্কার বিপক্ষে শান্তদের লজ্জাজনক হার
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে লজ্জাজনক হার মেনে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম ওয়ানডেতে বিকেএসপিতে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল স্বাগতিকরা।
সফরকারীদের দেয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় হাই পারফর্মেন্স দলের ইনিংস। মাত্র ২৮.৩ ওভার ব্যাটিং করেছেন আফিফ-শান্তরা।
লক্ষ্য তাড়ায় দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ওপেনার সাইফ হাসান। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি হাঁকিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৫০ রান। দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল আফিফের, ১৯ রানের।
ভানিদু হাসারাঙ্গার লেগ স্পিন দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ হাই পারফর্মেন্স দলের ব্যাটিং লাইন আপ। একাই চার উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন নুয়ান তুষারা, আমিলা আপন্সো ও শিরান ফার্নান্দো।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী শ্রীলঙ্কা। চারিথ আসালঙ্কা এবং হাসারাঙ্গার দুর্দান্ত ব্যাটিংয়ে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় সফরকারী শ্রীলঙ্কা। আসালঙ্কা ৭১ এবং হাসারাঙ্গা ৭০ রানের ইনিংস খেলেন।
হাই পারফর্মেন্সের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম এবং শফিকুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন ইয়াসিন আরাফাত, আফিফ হোসেন এবং আমিনুল হোসেন।
ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন হাসারাঙ্গা। আগামী ২১ আগস্ট বিকেএসপির একই মাঠে সিরিজ সমতার লড়াইয়ে নামবেন আফিফ-শান্তরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ইমার্জিং দল: ৩০৪/৭, ওভার- ৫০
(আসালঙ্কা ৭১, হাসারাঙ্গা ৭০; শহিদুল ২/৭১, শফিকুল ২/২২)
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল: ১১৮ অলআউট, ওভার- ২৮.৩
(সাইফ ৫০, আফিফ ১৯; হাসারাঙ্গা ৪/১২, তুষারা ২/২১)