promotional_ad

সাংবাদিকদের ড্রেসিংরুমে আমন্ত্রণ মাহমুদউল্লাহর

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপে একটি ম্যাচে ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট ছুড়ে মারার আপত্তিকর ঘটনাটি চলে এসেছে মিডিয়ার সামনে। মাহমুদউল্লাহ অবশ্য জানিয়েছেন, পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে মিডিয়া। তাই অবস্থা বোঝাতে সাংবাদিকদের ড্রেসিংরুমে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার।


রবিবার মিরপুরে মাহমুদউল্লাহ বলেন, 'আমরা যথেষ্ট ভালো বন্ধু। ড্রেসিংরুমে আপনারা চাইলে আসতে পারেন, আমরা কিভাবে কথা বলি বা কিভাবে মজা করি দেখতে পারেন। কতটুক ভালোভাবে সময় কাটাতে পারি। আপনারা সবাই আমন্ত্রিত। 


ছোট হোক বড় হোক, আমরা একে অপরের সাথে কতটুক ভালোভাবে থাকতে পারি, দেখতে পারেন আপনারা। আমি আমার দিক থেকে শতভাগ চেষ্টা করে যাচ্ছি, আমি যেন সবার সাথে ভালোভাবে থাকতে পারি। সবসময় এই কথা বলে এসেছি। আমি চাই আগামী দিনেও এই কথা বলতে।'



promotional_ad

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল লক্ষ্য তাড়ায় মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে মন্থর গতির একটি ইনিংস। সাকিবের সেঞ্চুরি করা ম্যাচটিতে যে সময়ে আগ্রাসী ব্যাটিং করা দরকার ছিল, সেই সময়ে মাহমুদউল্লাহ খেলেন ৪১ বলে ২৮ রানের ধীরগতির ইনিংস। 


মাহমুদউল্লাহর এই ইনিংসে রীতিমতো বিরক্ত হন বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। তাই পরের ম্যাচে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার কথা বলেন সহ-অধিনায়ক সাকিব। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে একান্ত আলোচনায় সাকিব যখন এ কথা বলেন তাতে সম্মতি দেননি মাশরাফি।


এরপর নিজেকে দলীয় পরিকল্পনার অংশ থেকে সাময়িকভাবে গুটিয়ে নেন সাকিব।


মাহমুদউল্লাহকে বাদ দেয়ার পক্ষে ছিলেন সাকিব, এমন খবর কোনোভাবে চলে যায় মাহমুদউল্লাহর কানে। সেই ক্ষোভ থেকেই যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। 



এরপর ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর গ্লাভস-ব্যাট ছুড়ে সতীর্থদের উদ্দেশ্যে মাহমুদউল্লাহ বলেন, 'আমার ব্যাটিং দেখে এখন কি হাততালি দেওয়া যায় না? নাকি শুধু বড় ক্রিকেটারদের জন্যই দিতে হয় তালি?' 


'বড় ক্রিকেটার' বলতে হয়তো সাকিবকেই বুঝিয়েছিলেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘটনা মিডিয়ার সামনে চলে আসে। কিন্তু এবার রিয়াদ জানিয়েছেন, পুরো ঘটনাটিই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball