ড্রেসিংরুমের ঘটনা ভুলভাবে উপস্থাপন করা হয়েছেঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ইনিংস শেষে ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের সামনে ব্যাট ছুড়ে মেরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ পরবর্তী সময়ে এই ঘটনা মিডিয়ার সামনে চলে আসে। সমালোচনার রোষানলে পড়েন মাহমুদউল্লাহ। রবিবার মিডিয়ার সামনে মাহমুদউল্লাহ বলেছেন, পুরো ঘটনাটাই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, 'আমার মনে হয়, ওই ধরনের জিনিস নিয়ে কথাবার্তা না বলাই ভালো। আমি ওই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাচ্ছি না। শুধু একটা কথা বলতে চাই।
কিছু কিছু জিনিস যেভাবে উপস্থাপন করা হয়েছে সেভাবে হয়নি। উপস্থাপন ভিন্নভাবে হতে পারতো। শুধু এতোটুকুই বলতে চাই। আমার মনে হয় না দলের কারো সাথে আমার কোনও গণ্ডগোল হয়েছে।'

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৪১ বলে ২৮ রান। অমন পরিস্থিতিতে মাহমুদউল্লাহর মন্থর ব্যাটিং সমালোচিত হয়েছে সব জায়গায়।
এমন ইনিংসে সেই ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান খুবই বিরক্ত হন। পরের ম্যাচের একাদশ নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে একান্ত আলোচনায় মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার কথা বলেন সহ-অধিনায়ক সাকিব।
সাকিবের কথা অধিনায়ক মাশরাফি আমলে না নিলে নিজেকে দলীয় পরিকল্পনার অংশ থেকে সাময়িকভাবে গুটিয়ে নেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব।
মাহমুদউল্লাহকে বাদ দিতে বলেছিলেন সাকিব, এমন খবর কোনোভাবে চলে যায় মাহমুদউল্লাহর কানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জেদের বশেই ৫০ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।
ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর গ্লাভস-ব্যাট ছুড়ে সতীর্থদের উদ্দেশ্যে বলেন, 'আমার ব্যাটিং দেখে এখন কি হাততালি দেওয়া যায় না? নাকি শুধু বড় ক্রিকেটারদের জন্যই দিতে হয় তালি?'
'বড় ক্রিকেটার' বলতে হয়তো সাকিবকেই বুঝিয়েছিলেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র তিনটি ম্যাচ। পয়েন্ট তালিকায় আট নম্বরে থেকে স্বপ্নযাত্রা শেষ করেছে বাংলাদেশ।
বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘটনা মিডিয়ার সামনে চলে আসে। কিন্তু এবার রিয়াদ জানিয়েছেন, পুরো ঘটনাটিই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।