বাংলাদেশের কন্ডিশন মনে ধরেছে ডমিঙ্গোর
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের কন্ডিশন মনে ধরেছে নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গোর। ইন্টার্ভিউ দিতে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ কথা জানিয়েছিলেন তিনি।
বাংলাদেশের মন্থর উইকেটে ম্যাচ জিততে অনেক কষ্ট করতে হয় উপমহাদেশের বাইরের দলগুলোর। কন্ডিশনের শক্তি কাজে লাগিয়ে ভালো ফলাফল এনে দিতে চান ডমিঙ্গো।

শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'ডমিঙ্গো বলেছিল যে বাংলাদেশে এসে কোনো দেশের পক্ষে জেতা কঠিন। সেটা যতবড় দেশই হোক না কেন, বিশ্বচ্যাম্পিয়ন হোক না কেন, বাংলাদেশে এসে জেতা কিন্তু অনেক কঠিন। এখন বাংলাদেশ যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় যায় তখন তাদের পক্ষেও জেতা কঠিন।
এটাই হচ্ছে বাস্তবতা। কারণ এই উপমহাদেশে বাংলাদেশ একটি বড় দল। আর সামনে বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে। ভারতের পরে যদি কেউ থাকে তাহলে সেটা বাংলাদেশ। এই ধরণের চিন্তাভাবনা তাদের যে বাংলাদেশ আসলেই ভালো করতে পারে।'
একইসঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বেশ কয়েকজন ক্রিকেটার থাকায় আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিন আফ্রিকার সাবেক এই কোচ।
পাপন আরও বলেন, 'তারা যেটি দেখেছে যে বিশ্বমানের কিছু খেলোয়াড় তো আমাদের আছেই এবং তারা খোঁজ নিয়েছে, আমাদের পাইপলাইনেও খেলোয়াড় আছে। আসলেই আমাদের পাইপলাইনে অনেক খেলোয়াড় আছে, আমরাই সুযোগ দিচ্ছি না। এটা তো সত্যি কথা।'