promotional_ad

ডমিঙ্গোকেই কেন বেছে নিল বিসিবি?

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। কোচ হিসেবে অন্যান্যদের থেকে তাঁর প্রাপ্যতা বেশি- এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এগিয়ে গিয়েছেন তিনি।


তাঁর বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'সবচেয়ে বেশি প্রাপ্যতা। সে (রাসেল ডমিঙ্গো) বলেছে আমার কোন ছুটির দরকার নেই। আমার কোন পিছুটান নেই। আমি এই খেলোয়াড়দের সঙ্গেই সময় দিতে চাই।'



promotional_ad

বাংলাদেশের জন্য দীর্ঘ পরিকল্পনা নিয়ে এসেছিলেন ডমিঙ্গো। বাংলাদেশ দলকে নিয়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা ইন্টার্ভিউতে পরিবেশন করেছেন তিনি, যা মনে ধরেছে বিসিবির। 


'সে আমাদের চার বছরের একটা পরিকল্পনা দিয়েছিল। অন্যরাও দিয়েছে। কিন্তু ও সামনাসামনি দিয়েছে। কেউ স্কাইপিতে দিয়েছে, কেউ লিখিত দিয়েছে। কাজেই এদিক দিয়ে চিন্তা করলে সে এগিয়ে ছিল।'


এ ছাড়া অনূর্ধ্ব-১৯ দল, হাই পারফর্মেন্স ইউনিট এবং 'এ' দল মিলিয়ে কাজ করতে চেয়েছেন ডমিঙ্গো, যা ভালো সিদ্ধান্ত বলে মনে হয়েছে বিসিবির কাছে।



'সামনে যে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সেখানে কিছু নতুন ক্রিকেটার ঢুকতে পারে। সম্ভাবনা আছে। কারণ আমাদের কিছু বিকল্প লাগতে পারে। সেদিক দিয়ে যদি চিন্তা করেন। এখন থেকেই নিচে থেকে ছেলেদের নিয়ে আসতে হবে। 


এই ধরণের কাজ করার জন্য রাসেল কিন্তু এটাই করতে চাচ্ছে। সে আমাদের অনূর্ধ্ব-১৯ দল, এইচপি এসব কিছু মিলিয়ে কাজ করতে চাইছে। এরকমই কাজ করে আসছে সে দক্ষিণ আফ্রিকায়। এটা একটা অতিরিক্ত পাওয়া তার জন্য।' বলেছেন পাপন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball