promotional_ad

ফাইনালের মহারণে মাঠে নামছেন আকবর-হৃদয়রা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রবিবার (১১ আগস্ট) ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ভারত অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব দল। হোভের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে এই ম্যাচটি। 


মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দুই দলই। কারণ ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলীর   দল।


বাংলাদেশ যুবাদের চেয়ে এক ম্যাচ পিছিয়ে কম জিতেছে শুভাং হেগডির দল। সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের জয় সংখ্যা ৩টি।



promotional_ad

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে খেলেছিল আকবরবাহিনী। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। যদিও এর আগেই ফাইনাল নিশ্চিত করে দুই দল।


বেকেনহামের দি কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত সেই ম্যাচে দারুণ বোলিং পারফর্মেন্স উপহার দেন বাংলাদেশের যুবারা। দুই পেসার শরিফুল ইসলাম এবং অভিষেক দাস ছাড়াও দারুণ অফ স্পিনার শামিম হোসেন ছিলেন দুর্দান্ত ফর্মে। 


তারা তিনজনই নিয়েছেন সমান তিনটি করে উইকেট। বোলারদের তান্ডবে টস জিতে ব্যাটিং করতে নামা ভারত অনূর্ধ্ব ১৯ দল ৩ বল হাতে রেখে মাত্র ২৪৪ রানে অলআউট হয়। এবার ফাইনালেও বোলিং ডিপার্টমেন্টের প্রতি আস্থা রাখতে চাইবেন অধিনায়ক আকবর আলী।


অবশ্য বাংলাদেশকে যথেষ্ট ভোগাতে পারেন ভারত অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হেগডি। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনেও গত ম্যাচে ৯৭ বলে ৪টি চারের সাহায্যে ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন তিনি।



বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলঃ 


আকবর আলী (অধিনায়ক), তানজিদ হাসান, প্রান্তিক নওরোজ, তৌহিদ হৃদয় (সহঅধিনায়ক), শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মাহমুদুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, তানজিম হাসান, শাহিন আলম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball