promotional_ad

১০০ বলের টুর্নামেন্টে কোচ হচ্ছেন ওয়ার্ন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১০০ বলের ক্রিকেটে লর্ডস ভিত্তিক দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ২০২০ সালের জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ক্রিকেটের নতুন ফরম্যাটের এই টুর্নামেন্ট। 


এই টুর্নামেন্টে অংশ নিবে ইংল্যান্ডের আটটি অঞ্চল ভিত্তিক দল। যেখানে লর্ডস ভিত্তিক দল ছাড়াও অংশ নিবে ম্যানচেস্টার, লিডস, নটিংহাম, বার্মিংহাম, কার্ডিফ, সাউদাম্পটন এবং ওভাল ভিত্তিক দল।



promotional_ad

লর্ডস ভিত্তিক দলের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত ওয়ার্ন। নতুন যুগের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার পাশাপাশি চ্যালেঞ্জ গ্রহণ করতেও মুখিয়ে আছেন এই কিংবদন্তি স্পিনার। তাঁর বিশ্বাস, এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের জন্য অনেক তারকা ক্রিকেটারের আত্মপ্রকাশ ঘটবে। 


ওয়ার্ন বলেন, 'আমি অনেক বেশি গর্বিত এবং সম্মানিত ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে লর্ডস ভিত্তিক দলের কোচ হতে পেরে। একেবারে নতুন একটি টুর্নামেন্টে কোচ হওয়ার সুযোগ পাওয়া এবং নতুন যুগের খেলোয়াড়দের নিয়ে কাজ করার ব্যাপারটি আমি আসলেই উপভোগ করবো। একই সঙ্গে আমি চ্যালেঞ্জটি নিতে মুখিয়েই আছি। এই টুর্নামেন্ট থেকে ইংল্যান্ড এবং অন্যান্য দেশের বেশ কিছু তারকা ক্রিকেটার উঠে আসবে, যারা বিশ্বকাপে খেলবে।'


১০০ বলের ক্রিকেটের ধারণাকে যথেষ্ট সমর্থন করেন ওয়ার্ন। আইপিএলের মতো এই টুর্নামেন্টটিও বেশ চিত্তাকর্ষক হবে বলে বিশ্বাস তাঁর। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা স্পিনারের ভাষায়, 'আমি ১০০ বলের ক্রিকেটের এই ধারণাটি পছন্দ করি এবং এটি আমার মনোযোগ আকর্ষণ করেছে ঠিক যেভাবে আইপিএল করেছে। আমরা এমন একটি দল গঠন করেছি যেখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং বয়সের খেলোয়াড়রা রয়েছে।' 



কোচিংয়ের অভিজ্ঞতা অবশ্য মোটেই নতুন কিছু নয় ওয়ার্নের জন্য। আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন টেস্ট ক্রিকেটের ৭০০ ঊর্ধ্ব উইকেট শিকার করা এই তারকা। তাঁর তত্ত্বাবধানেই ২০০৮ সালে প্রথম আইপিএল শিরোপা জেতে রাজস্থান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball