promotional_ad

টেস্টে ফিরলেন চান্দিমাল-ম্যাথুসরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামী ১৪ আগস্ট মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।


এই টেস্ট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমাল। ফর্মহীনতার কারণে চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে বাদ পড়েন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরপর বিশ্বকাপেও তাঁকে বিবেচনা করেননি নির্বাচকরা। এবার আবারো নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন তিনি। 



promotional_ad

চান্দিমালের পাশাপাশি দলে ফিরেছেন বিশ্বকাপের স্কোয়াডে না থাকা নিরোশান ডিকওয়েলাও। সম্প্রতি শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে ব্যাট হাতে ভালো পারফর্ম করেন তিনি। ভারত 'এ' দলের বিপক্ষে জুন মাসে সেঞ্চুরির দেখা পান এই ২৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। 


স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলা হয়নি তাঁর। তবে এরই মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন তিনি। বিশ্বকাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন ম্যাথুস। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত এই সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন দিমুথ করুনারত্নে। 


এদিকে এই সিরিজ দিয়েই নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া রুমেশ রত্নায়াকে। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর তাঁর কাঁধে দায়িত্ব তুলে দেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো। 



শ্রীলঙ্কা স্কোয়াডঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, কুশল জেনিথ পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ওশাডা ফার্নান্দো, লক্ষ্মণ সান্দাকান, বিশ্ব ফার্নান্দো। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball