মাইক হেসন আসছেন তো?

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আজ শুক্রবার বাংলাদেশ দলের প্রধান কোচ পদে সাক্ষাৎকার দিতে ঢাকায় পা রাখার কথা ছিল নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের। কিন্তু বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে এখনই আসা হচ্ছে না তাঁর। কবে নাগাদ আসবেন সেটিও নিশ্চিত নয়।
বৃহস্পতিবার (৮ অগাস্ট) পুরো দিনই হেসনের আগমনী বার্তা নিয়ে মুখর ছিল গণমাধ্যমগুলো। হাই প্রোফাইল এই কোচকে পেতে যে যথেষ্ট আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেটিও এখন স্পষ্ট। তবে হেসন নিজে কতটা ইচ্ছুক সেটাই মূল বিবেচ্য বিষয়। কারণ জানা গেছে বাংলাদেশ নয়, বরং ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা দলের কোচ হতে বেশি আগ্রহী ৪৪ বছর বয়সী এই কোচ।

এরই মধ্যে ভারতের প্রধান কোচের জন্য ২০০০টি আবেদন জমা হয়েছে। যেখানে আগ্রহী ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাইক হেসনও। এছাড়াও মিকি আর্থার এবং চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান কোচের পদটিও রয়েছে শূন্য। তাই এই দুই দেশেও সাক্ষাৎকার দেয়ার জোর সম্ভাবনা আছে অভিজ্ঞ এই কিউই কোচের।
কোচ হিসেবে সাফল্যের পাল্লা বেশ ভারী মাইক হেসনের। নিউজিল্যান্ডকে ২০১৫ সালের বিশ্বকাপে ফাইনালে তুলেছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানে ৫৯ টি টোয়েন্টির মধ্যে শতকরা ৫০ শতাংশের (৩০ জয়, ২৪ হার) বেশি সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড।
কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ হিসেবে চাকরির মেয়াদ ছিল হেসনের। তবে টুর্নামেন্টের অনেক আগেই পারিবারিক কারণে পদত্যাগ করেন তিনি। এবার আবারও আন্তর্জাতিক কোনো দলের হয়ে কোচিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।