promotional_ad

সাক্ষাৎকার দিতে কাল আসছেন মাইক হেসন

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


স্টিভ রোডসের বিদায়ের পর একজন অভিজ্ঞ প্রধান কোচ হন্যে হয়ে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। আর তারই পরিপ্রেক্ষিতে বুধবার দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোর সাক্ষাৎকার দিয়ে গেছেন বিসিবিতে। 


ডোমিঙ্গোর পর এবার সাক্ষাৎকার দিতে আসছেন আরেক হাই প্রোফাইল কোচ মাইক হেসন। কাল শুক্রবার (৯ আগস্ট) বাংলাদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই কোচের। বিসিবির একটি বিশ্বস্ত সুত্রের মাধ্যমে জানা গেছে এমনটাই।  



promotional_ad

কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ হিসেবে চাকরির মেয়াদ ছিল হেসনের। তবে টুর্নামেন্টের অনেক আগেই পারিবারিক কারণে পদত্যাগ করেন তিনি। এবার আবারও আন্তর্জাতিক কোনো দলের হয়ে কোচিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি। 


বাংলাদেশ দলের দায়িত্ব নিতেও যথেষ্ট আগ্রহী হেসন বলে জানা গেছে। তবে মূল সমস্যা হলো বিসিবি হেসনকে পূর্ণসময়ের জন্য চাইলেও সেটি হয়তো সম্ভব হবে না অভিজ্ঞ এই কোচের ক্ষেত্রে। 


কারণ গত বছরের জুনে নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব নেন হেসন। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও হেসন কোচিং করাবেন, এমনটা হয়তো চাইবে না বিসিবি।  



কোচ হিসেবে সাফল্যের পাল্লা বেশ ভারী মাইক হেসনের। নিউজিল্যান্ডকে ২০১৫ সালের বিশ্বকাপে ফাইনালে তুলেছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানে ৫৯ টি টোয়েন্টির মধ্যে শতকরা ৫০ শতাংশের (৩০ জয়, ২৪ হার) বেশি সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball