বাংলাদেশ দলের পারফর্মেন্সের ময়না তদন্ত করবে বিসিবি

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের পারফর্মেন্সের ময়না তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বোর্ড সভাতেই এই ব্যাপারে আলোচনা করা হবে বলে নিশ্চিত করছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
মাত্র তিনটি ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ। দশ দলের মধ্যে তাদের অবস্থান ছিল আট নম্বর। বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কা সফর দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল তামিমদের।

অথচ সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয় তাদের। দলের এই পারফর্মেন্সে স্বভাবতই বেশ হতাশ বিসিবি। সেই কারণে ক্রিকেটারদের পারফর্মেন্স যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে তারা। নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'আমরা আশা করছি দ্রুতই পারফর্মেন্সের রিপোর্ট হাতে পাবো এবং এই ব্যাপারে আমরা পরবর্তী বোর্ড সভায় আলোচনা করবো।'
বিশ্বকাপের পর পরই শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।
ব্যস্ততার কারণে ক্রিকেটারদের পারফর্মেন্স রিপোর্ট এখনও জমা দিতে পারেননি তিনি। নিজামউদ্দিনের ভাষায়,‘আপনারা জানেন যে বিশ্বকাপের পর পরই আমাদের সিরিজ ছিল। বোর্ড মিটিং যখন হয় আমাদের টিম শ্রীলঙ্কায় অবস্থান করছিলো।'