promotional_ad

২৪ ঘণ্টার মধ্যে বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে!

ছবিঃ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হতে যাচ্ছে চান্দিকা হাথুরুসিংহের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান কোচের পদ থেকে তাঁকে বরখাস্ত করতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট।


বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে হাথুরুসিংহকে সরে দাঁড়াতে বলা হয়। কিন্তু চুক্তি অনুযায়ী, আগামী বছরের শেষ পর্যন্ত কাজ করতে চেয়েছেন হাথুরুসিংহে। আজ (৫ আগস্ট) শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো জানিয়েছেন, হাথুরুসিংহের সঙ্গে চুক্তি শেষ করতে লঙ্কান বোর্ডকে নির্দেশনা দিয়েছেন তিনি।


ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হাথুরুসিংহকে প্রধান কোচের দায়িত্বে বহাল রাখতে বোর্ডকে বারণ করেছেন ফার্নান্দো। শ্রীলঙ্কা বোর্ড আসন্ন এই সিরিজে হাথুরুসিংহকে কোচ হিসেবে চেয়েছিল।



promotional_ad

হাথুরুসিংহের বেতন ৪০ হাজার মার্কিন ডলার থেকে কমিয়ে ২০ হাজার ডলারে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রী। পরবর্তীতে দলের পারফর্মেন্স বিবেচনা করে বাকি সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ‘যদি ক্রিকেটারদের এভাবে অর্থ প্রদান করা হয়, তাহলে আমরা কেন কোচের ক্ষেত্রে এমন করব না?’


ফার্নান্দো জানিয়েছেন, শ্রীলঙ্কান বোর্ডকে ২৪ ঘণ্টার সময় দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। শ্রীলঙ্কা বোর্ড নিউজিল্যান্ড সিরিজে হাথুরুসিংহকে রাখার অনুরোধ করলেও সেটা তিনি নাকচ করে দিয়েছেন।


ফার্নান্দো বলেছেন, ‘আজ আমি শ্রীলঙ্কান বোর্ডকে জানিয়ে দিয়েছি নিউজিল্যান্ড সিরিজে তাঁকে প্রধান কোচ হিসেবে রাখা যাবে না। কিন্তু এই সময়ে সে শ্রীলঙ্কায় থাকতে পারবে, যদি সে চুক্তি নিয়ে পুনরায় আলোচনায় আসে।’


শ্রীলঙ্কা দলে পারফর্মেন্সের ওপর ভিত্তি করে সবাইকে রাখা হবে এবং একটি লক্ষ্য দিয়ে দেয়া হবে বলে জানান ফার্নোন্দো। তিনি বলেছেন, ‘আমি বলেছি পুনরায় আলোচনা করতে। চুক্তি বন্ধ করতে এবং পুনরায় আলোচনায় বসতে। কারণ আমি বলেছি সবাই পারফর্মেন্সের ভিত্তিতে থাকবে।’



দেশটির ক্রীড়ামন্ত্রী আরও জানান, যদি হাথুরুসিংহে তাঁর দায়িত্ব ঠিকভাবে পালন করেন তাহলে তাঁকে দায়িত্বে রাখা হবে। তাঁর ভাষায়, ‘আমি তাঁর সঙ্গে কোনো রাজনীতি করছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball