দ. আফ্রিকায় হোয়াইটওয়াশ নিগারের দল

ছবি: ছবিঃ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিটোরিয়াতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে সুপার ওভারে গিয়ে হেরেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। এই হারে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানার দল।
টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৪৭ রান করেছেন প্রোটিয়া মেয়েরা। জবাবে বাংলাদেশের মেয়েরাও ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৭ রান করেছে।

এরপর ম্যাচ সুপার ওভারে গড়ালে সেখানে হারতে হয় নিগারদের। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮৩* রান করেন অধিনায়ক ডি ক্লার্ক। বাংলাদেশের মেয়েদের মধ্যে একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, রিতু মনি এবং ফাহিমা খাতুন।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৩* রান করেন ওপেনার সানজিদা ইসলাম। ৫৮ বলে আটটি চার ও একটি ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি। এ ছাড়া আরেক ওপেনার মুরশিদা খাতুন করেন ২৬ রান।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ রানে হারে নিগার সুলতানার দল। সেই ম্যাচে প্রোটিয়াদের দেয়া ১৩১ রানের লক্ষ্য অতিক্রম করতে পারেননি শারমিন-সানজিদারা।
এরপর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছয় উইকেটে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। শারমিনদের দেয়া ১২১ রানের লক্ষ্য তিন বল হাতে রেখেই জিতে নেয় প্রোটিয়া নারীরা।
টি-টোয়েন্টি সিরিজের আগে প্রোটিয়া নারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে মেয়েরা। সেই সিরিজে ১-০ তে পিছিয়ে থেকেও পরবর্তীতে ২-১ ব্যবধানে জিতেছে মেয়েরা।