ব্র্যাডম্যানের পরই স্মিথ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের বার্মিংহাম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। ২৫তম সেঞ্চুরি তুলে নেওয়ার সময় দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ২৫তম সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্মিথ। এক্ষেত্রে ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন তিনি।

২৫তম টেস্ট সেঞ্চুরি পেতে কোহলি খেলেছেন ১২৭ টি ইনিংস। স্মিথ ১১৯তম ইনিংস খেলেই তাঁর এই রেকর্ডটি ভাঙলেন। এই তালিকায় সবার উপরে আছেন অজি কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তিনি ৬৮ ইনিংসেই ২৫তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।
এ ছাড়া অ্যাশেজ সিরিজে পঞ্চম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়েছেন স্মিথ।
ঐতিহ্যবাহী এই সিরিজে স্মিথের মোট সেঞ্চুরি সংখ্যা দশটি। অ্যাশেজে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় স্বদেশী স্টিভ ওয়াহর পাশে তিন নম্বরে জায়গা করে নিলেন স্মিথ।
ব্র্যাডম্যানের মোট সেঞ্চুরি সংখ্যা ১৯টি। ১২টি সেঞ্চুরি নিয়ে এই তালিকার দ্বিতীয়তে ইংলিশ কিংবদন্তি ব্যাটসম্যান জ্যাক হবস।
বার্মিংহামে স্মিথের ১৪৪ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ২৮৪ রানে থামে অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৩৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ পাঁচ উইকেটে ৩৩৫ রান। ১৪২ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন স্মিথ।