মাশরাফিকে ব্যথামুক্ত থাকার পরামর্শ বিসিবির

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাশরাফি বিন মুর্তজাকে ব্যাথা মুক্ত থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মাশরাফি। মাঠের বাইরে থাকলেও নিয়মিতই বিসিবির মেডিক্যাল বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছেন ৩৫ বছর বয়সী এই পেসার। ইদের পর পুনর্বাসন প্রক্রিয়ায় যোগ দেবেন ডানহাতি এই পেসার।
তাঁর ব্যাপারে দেবাশীষ বলেন, 'মাশরাফির ২১ দিনের জন্য বিশ্রামে। ওর অনুশীলন এখন বন্ধ রয়েছে। ১৯ তারিখে সে আঘাতটি পেয়েছে। আমাদের সঙ্গে ওর পুনর্বাসন প্রক্রিয়া সেভাবে নেই, ফিজিওথেরাপি নেই। তবে যেটা ওকে নির্দেশ দেয়া হচ্ছে সেটি হলো ও ব্যথামুক্ত থাকার চেষ্টা করবে। এমন কিছু করবে না যাতে ব্যথা বাড়ে।

আর ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। গত সপ্তাহে আমাদের সঙ্গে ওর কথা হয়েছে। ওর এই মুহূর্তে তেমন ব্যথা নেই। প্রতিদিনের কাজকর্মেও ওর সমস্যা হচ্ছে না। আমরা এই বন্ধের পর (কুরবানির ছুটির পর) পুনর্বাসন প্রক্রিয়াটি শুরু করবো। এটি সপ্তাহখানেক সময় লাগবে।'
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজের আগমুহূর্তে (শেষ দিনের অনুশীলনে) ডান পায়ে চোট পান মাশরাফি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে বোলিং অনুশীলনের এক পর্যায়ে এমন ঘটনা ঘটে।
সঙ্গে সঙ্গে তিনি অনুশীলন ছেড়ে ড্রেসিং রুমে ফিরে আসেন। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট আবার মাথাচাড়া দিয়েছে বলে জানা যায়। তারপর শ্রীলঙ্কা সফর থেকে তাঁর নাম তুলে নেওয়া হয়।