বড় সংগ্রহের ভিত গড়ছে শ্রীলঙ্কা
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।
বড় সংগ্রহের ভিত গড়ছে শ্রীলঙ্কাঃ
শেষ দশ ওভারে আক্রমণাত্মক খেলে বড় সংগ্রহ গড়ার ভিত গড়ছে শ্রীলঙ্কা। ৯৮ রানে তিন উইকেট হারানোর পর কুশল মেন্ডিস এবং অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের হাত ধরে রানের চাকা সচল রেখেছে দলটি। এই দুজনই ব্যাটিং করছেন ৪৩* রানে।
দুই ওভারে দুই উইকেট পতন লঙ্কানদেরঃ
হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও তা ছুঁতে পারেননি করুনারত্নে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে উইকেটরক্ষক মুশফিকুর রহিম কে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। প্যাভিলিয়নে যাওয়ার আগে করেছেন ৬০ বলে ছয়টি চারে ৪৬ রান।

এরপরের ওভারে রুবেল হোসেন তুলে নিয়েছেন কুশল পেরেরার উইকেট। তিনিও মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন। ফেরার আগে করেন ৫১ বলে পাঁচটি চারে ৪২ রান।
উইকেটের দেখা মিলছে নাঃ
আভিষ্কা ফিরে গেলে করুনারত্নের সঙ্গে দলের হাল ধরেন কুশল পেরেরা। রানের চাকা সচল রাখেন এই দুজন। উইকেটে থিতু হয়ে প্রতি ওভারেই চার মারছেন এই দুই লঙ্কান। দুজনে মিলে গড়েছেন ৮৩ রানের জুটি।
আভিষ্কাকে ফেরালেন শফিউলঃ
দেখেশুনে শুরু করেছিল দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে এবং আভিষ্কা ফার্নান্দো। ওপেনার আভিষ্কাকে (৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম।
টসঃ-
ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।
এর আগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি টাইগাররা। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ-
শ্রীলঙ্কাঃ- ১৮৩/৩ (৩৮ ওভার)
(কুশল মেন্ডিস ৪৩*, ম্যাথুস ৪৩*)
বাংলাদেশ একাদশঃ- তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশঃ- দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, শিহান জয়সুরিয়া, আকিলা ধনঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।