ভারতে উইকেটের খোঁজে এবাদত-রাব্বিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ছত্তিশগড় দ্বিতীয় ইনিংসঃ ১২৮/২, ওভার- ৩৪
(অভিনিশ ১৫*, আমানদ্বীপ ১৬*; শান্ত ১/২৩, মুমিনুল ১/৪)
বিসিবি একাদশ প্রথম ইনিংসঃ ৩৩৪, অলআউট; ওভার- ১১১.৫

(সাইফ ৯২, ইয়াসির ৬২; বীরপ্রতাপ ৪/৯২, বিনি ৩/৫১)
ছত্তিশগড় প্রথম ইনিংসঃ ২৭৫, অলআউট; ওভার- ৭৭.৩
(ঋষভ ১০০, শশাঙ্ক ৮৫; আরিফুল ২/১৩, শান্ত ২/১৩)
বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসঃ ১৫০, অলআউট; ওভার- ৬২.১
(আরিফুল ৬৩, সোহান ৩০; শুভাম ৪/৫১, পুনিত ৩/১৮)
জয়ের দিকে এগোচ্ছে ছত্তিশগড়ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্যে ব্যাটিং করছে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ। জয়ের জন্য মাত্র ১০০ রান প্রয়োজন দলটির। হাতে আছে আট উইকেট।
উইকেটের খোঁজে মরিয়া বিসিবি একাদশের বোলাররা। ইতোমধ্যে সাতজন বোলারকে আক্রমণে এনেছে অধিনায়ক মুমিনুল হক। কিন্তু উইকেট তুলে নিতে সফল হচ্ছেন না তাঁরা। দুই ওপেনার ঋষভ তিওয়ারি এবং জীবনজিত সিং ৯৬ রানের জুটিতে জয়ের পথে শক্তিশালী ভিত পায় ছত্তিশগড়। ৩৯ রান করে আউট হয়েছেন ঋষভ, হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফিরেছেন জীবনজিত।
মুমিনুল ফিরিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ঋষভকে। শান্তর বলে ফিরেছেন ৫০ রানে করা জীবনজিত।